মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও কর্তৃক সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে ’মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম মাত্রায় সার প্রয়োগের উপর স্থাপিত’ প্রায়োগিক ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটউট, বিভাগীয় কার্যালয়, রংপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হালিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব আলমগীর কবির এবং ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাসিরুল আলম।
বারি সরিষা-১৪ ফসলের উপর স্থাপিত প্রায়োগিক ট্রায়ালে কৃষক প্লট ও ট্রায়াল প্লটে রাসায়নিক সার বাবদ ব্যয়িত খরচের পরিমান যথাক্রমে ১,৯৩৭ টাকা/বিঘা এবং ১,৮৩৩ টাকা/বিঘা। অন্যদিকে ফসলের উৎপাদন কৃষক প্লট ও ট্রায়াল প্লটে যথাক্রমে ৪.৩৫ টন/হে. এবং ৪.৬০ টন/হে.। উল্লেখ্য, ফসল কর্তনের পরে ৩ দিন রোদে শুকানোর পর ফসল মাড়াই করে উক্ত ফলাফল পাওয়া গেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS