Farmers' Training regarding the visit of Mobile Soil Testing Laboratory to Baliadangi
Details
মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার প্রয়োগে কৃষক ভাইদের উদ্বুদ্ধ করতে এমএসটিএল "করতোয়া" এখন বালিয়াডাঙ্গীতে। এর পূর্ব প্রস্তুতি হিসেবে গত ১২ মে ২০২৪ তারিখে এসআরডিআই, আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও কর্তৃক "সংমিশ্রিত মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবস্থাপনা ও মাটির স্বাস্থ্য সংরক্ষণ" শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও এর মান্যবর উপপরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম এবং বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি অফিসার জবাব মোঃ সাজ্জাদ হোসেন সোহেল।